মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

আজ মহান বিজয় দিবস

আমি গায়বো গায়বো বাংলার গান
আজ মহান বিজয় দিবস



আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর বুকে পাকিস্তান এর কাছ থেকে ৩০ লক্ষ্য শহীদ এর বিণিময়ে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্র ভূমিষ্ট হয়। বাংলাদেশের এই বিজয় ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তাক্ত যুদ্ধ করেছে এ দেশের দামাল ছেলেরা। এ যুদ্ধ ছিলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যুদ্ধ, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার জন্য যুদ্ধ, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য যুদ্ধ। মাতৃভুমির কপালে বিজয়ের লাল টিপ পড়াতে লাখো শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, হাজারো মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে যে স্বাধীনতা, আমরা পেয়েছি যে বিজয়... সেই বিজয় অর্জনের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলো এদেশেরই কিছু মানুষরূপী নরপশু রাজাকার। বিজয়ের ৪৪ বছর পুর্ন হল আজ।  লাখো শহীদের রক্তে আর মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে কেনা আমাদের মাতৃভুমি বাংলাদেশে এখনো কিছু যুদ্ধাপরাধীরা বেচেঁ আছে। এ লজ্জা আমাদের, এ অপমান আমাদের মায়ের মতো দেশের। আসুন আজ আমরা শপথ নেই, মুক্তিযোদ্ধাদের রক্তে কেনা লাল সবুজের দেশ বাংলাদেশ। আমরা দেখতে চাই বাকি রাজাকারদের ফাসিঁ।  একদিন ইনশাল্লাহ বৃশ্বের কাছে মাথা উচুঁ করে দ্বাড়াবো স্বনির্ভর জাতি হিসেবে এবং এগিয়ে যাবো বৃশ্বের মদ্ধেয় শ্রেষ্ঠ জাতি হিসেবে।বিডি২৪৭বাংলানিউজ এর পক্ষ্য থেকে আমি ব্লগার ইমন আহম্মেদ  জানাই সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। https://sites.google.com/site/bd247banglanews/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন