শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

বাংলাদেশ

আমাদের দেশে শান্তি প্রিয় জনগণ। এই দেশে মানুষ রাস্তা ঘাটে যে কোন ভাষায় কথা বলতে পারে তাতে কোন অসুবিধা হয় না। কিন্তু আমাদের পাশের দেশ ভারতে বিশেষ করে গুজরাট, বিহার, মুম্বায়,চেন্নাই ইত্যাদি এলাকাজুড়ে বাংলা ভাষায় কথা বললে,আমাদেরকে হীনতা বোধ করে।আমাদের এই স্বাধীন সার্ভোমত্বে হিন্দু মুস্লমান সহ সব ধর্মের লোক যে যার ধর্ম কর্ম পালন করতে পারে কেউ কোন বাধা বিপত্তিকর হয় না কিন্তু ভারতে তা সম্ভব নহে।আমরা ক মাস আগেও ভারতে গরুর মাংস নিয় এক জগন্য তম হত্ত্যা দেখেছি। তারপরও আমদের দেশের কিছু শ্রেণী র লোক বলে এই দেশে সংখ্যা লঘুদের উপর হত্যা নির্যাতন করা হয় যা একেবারে মিথ্যা ও ভিত্তি হীন। আমাদের বাংলাদেশ ভারতের সংগে একটি ব্যাপারে সম্পুর্ন এক। তা হল সমালোচিত রাজনীতি। আমাদের বাংলাদেশ এক প্রকার রাজনীতিবিদ রা আছেন যাদের বার মাস সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু কাজের বেলায় ঠনঠন। আজ এই বর্ত্তমান সরকার দেশ টা কে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাইতেছে কিন্তু কিছু শ্রেণী র লোক সমালোচিত করছে।সত্য বলতে তারা ভয় পায়, তার কারণ তাদের সময় দেশ কোথায় ছিল আমরা তা নিজের চোখে দেখেছি এখন দেশ কোথায় তাও আমরা নিচ স্বচক্ষে দেখছি।তাহলে মিথ্যাচরণ করে কি লাভ?  কিছু শ্রেণিবদ্ধ এই সরকারকে ভারতে তাবেদারি ও চামচা বলে যা সরাসরি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ছাড়া কিছুই না। ডিজিটাল কাকে বলে তারা জানে না যদি জানতো তাহলে সমালোচনা করতো না। তাদের সময় বিদুৎ ছিল কিন্তু কখন আসতো আর কখন যাইত তা ঠিক ছিল না। পড়া লেখা ছিল কিন্তু মান ছিল না। অনলাইন ছিল কিন্তু গতি ছিল না। টাকা ছিল তবে দেশে নয় বিদেশে। অথচ তারা আজ বড় বড় কথা বলে। তাদের সময়ে কিছু সাধারণ চেয়ারম্যান কমিশনার, এমপি টাকার পাহাড় গড়ে তুলেছে। আমাদের জনগনের রক্ত ঝড়া টাকা দুর্নীতি করে। পপ তিন বার দুর্নীতি র শীর্ষ  ছিল, তারপর ও বড় বড় কথা বলে। মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এক রাজনীতি বিদের সন্তার তার ভাল করে জানা আছে দেশ কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। ভয় নেই আপনি এগিয়ে চলুন। সমালোচক রা কিছুই করতে পারবে না। আমরা জনগণ অতীতের মত সব সময় আপনার পাশে ছিলাম এবং থাকবো। অবশ্য একদিন আমাদের এই সোনার বাংলা বিশ্বের মদ্ধেয় মাথা উচুঁ করে দ্বাড়াবো ইনশাল্লাহ।

ব্লগার ইমন আহুম্মেদ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন