বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

আমাদের বাংলাদেশ ও বর্ত্তমান অবস্থান

আমাদের সোনার বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সব কিছুই একে অপরের সংগীত। আমাদের রাজনীতি এবং রাজনীতি কর্ম কান্ড সমালোচক ও সমালোচিত। কারণ কিছু শ্রেণী আমাদের বাংলাদেশি তারা ইসলাম কে পুঁজি করে রাজনীতি করে,কিছু শ্রেণী সংখ্যা লঘু দের পুঁজি করে রাজনীতি করেছে। তবে আমাদের দেশে রাজনীতি খুব বৃশ্র্ংখলা কারণ। সব রাজনীতি বিদ একে অপরের সমালোচক। আর এই সমালোচিত র কারনে দেশে নংড়া রাজনীতি জন্ম।তবে প্রথমে ধন্যবাদ জানায় বর্ত্তমান সরকার দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কে।কারণ তার সময় বাংলাদেশ ডিজিটাল এর রুপান্তর এবং এর পদ যাত্রা শুরু হল। তাশ্লিমা নাশরিন সমালোচিত লেখিকা তার "ক"বইয়ে বাংলাদেশ এবং বাংলাদেশে র মুস্লিম সমন্ধে বর্ত্তমান প্রেক্ষাপট এ বলেছেন, কে হিন্দু বা কে মুস্লিম তা লুঙি নাখোলে দেখলে বোঝা মুশকিল। যদিও কথাটি ভাষা ব্যবহার খারাপ কিন্তু কথাটি সত্যি। সহজ ভাষায় তিনি বলেছেন মাধুর্যহীন। আমাদের মুস্লিম সম্প্রদায় এবং বর্ত্তমান কালচার এর ভিত্তি দেখলে সত্যি চেনা মুসকিল মুস্লিম কে?? ইসলামীয় শরীয়ত অনুসার এ মেয়েদের পর্দানশীন হতে হয়। যদি পর্দানশীন না হয় অন্তত শালিনতা বোঝায় রেখে কাপড় পরিধানযোগ্য করা উচিত কিন্তু হিন্দু সনস্কৃতি অনুসারী সংখ্যা বর্ত্তমান এ মেয়েদের সংখ্যা বেশি।কারণ ব্যাখ্যা দিতে গেলে দেখা যাই। ডিস কানেকশন এর সহযোগিতা য় স্টার প্লাস,স্টার জলসা, জি বাংলা ইত্যাদি চ্যানেল গুলো দেখে অনুসরণ করছে বর্তমান মেয়েরা কাপড় পরিধান হতে শুরু করে ছেলে বন্ধুত্ব যোন কার্যকলাপ ইত্যাদি। তাই আজ আমাদের মুস্লিম খুব বিপদগ্রস্ত। আর একটি কথা না বললে হয় না। আগামী প্রজন্মান্তর যারা আস্তেছে তাদের হয়ত এমন অবস্থা হবে যে মসজিদদ্বয় ধরে যে আজানের ধ্বনি দেওয়া হয়। সেই প্রজন্মান্তর এই আজান কি?  বা এর মুল্য কি বা এর অর্থ কি এরা এটাও বলতে পারবে না। যাইহোক ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সবাই কে ইস্লামকে মেনে চলার তাওফিক দান করুন। আমিন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন